Arpita Das

বিসংগত করতালি
অর্পিতা দাস

করতালি দিতে দিতে কারা চলে গেল।
অনেকটা ব্যবধান, কেউ ভালো থাকবে বলে
অযথা ব্যয় করে নি সময়।

শূন্যতা রং চড়িয়েছে সীমানা ছাড়িয়ে
প্রশস্ত জানালা চোখ পেতে
মগ্ন চৈতন্য দ্বারে।

প্রতিশ্রুতির বন্যা ফিরে ফিরে আসে
হৃদ- কুঠুরিতে, ভাসিয়ে নিয়ে যায়
সম্বিৎ ফিরে এলে অযথা করতালি
বিসংগত ঠেকে,ভালো থাকা দায়!

অর্পিতা দাস
খাগড়া বাড়ি
বুড়িপাট
কোচবিহার

Leave a Reply