Article

হে রুদ্র বৈশাখ তুমি বারে বারে এসো

বারিদ বরন গুপ্ত

হে রুদ্র বৈশাখ তুমি বারে বারে এসো
তুমি শীতের রুক্ষতায় পাতা
ঝরানোর সুরে এসো
তুমি বসন্তের কচি পাতার গন্ধে মাতাল হাওয়ায় এসো! কোকিলের ভুবন ভুলানো সেই পঞ্চম সুরে
কিংবা রুদ্র বৈশাখে ভুবন কাঁপিয়ে সৃষ্টির আনন্দে এসো!

তুমি এসো বারে বারে জাগরণী সুরে
বোবা কালা বঞ্চিত সমাজের দ্বারে!

তুমি এসো শ্রাবণের সুরে
রোদে পোড়া কাদামাখা আধপেটা পৃথিবীর অন্নদাতা ম্লান হাসি গুলো হারিয়েছে কবে!
ইতিহাস বারে বারে ভুল পথ ধরে
ফোড়ে দালাল যুগে যুগে সবুজ খেয়েছে
কখনো কি আল পথ দেখেছে তাদের?

তুমি এসো বারে বারে এসো
বঞ্চিত সমাজের পাশে !
সবুজে সবুজ খেতে আলতো ঠোঁটে
ভেসে আসুক আগমনী সুর
বাংলার মাঠ ঘাট জেগে উঠুক
হেমন্তের পাকা ধানের গন্ধ মাখুক
শীর্ণ ছিন্ন কায়া অতীতের ছায়া
মার্কসের বঞ্চিত সমাজের কায়া
যুগে যুগে অন্ন বিলিয়ে সারা!

হে রুদ্র বৈশাখ জাগাও কাল ভৈরবী সুরে
লুটেরা দাঁড়িয়ে আছে দ্বারে
ভরা শ্রাবন বা সোনালী অঘ্রানে
বৈশাখী আছড়ে দাও হেমন্তের নবান্নের দেশে !
হে রুদ্র বৈশাখ তুমি বারে বারে এসো !!

Barid Baran Gupta

Leave a Reply