Ashish Chaudhary

আগুনের কথা
আশিস চৌধুরী

দরজা খুলে গেলেই ওই গনগনে আঁচ
আমি তখন পতঙ্গ হয়ে যাই
কেন যে এমন হয়!
বহুবার দেখেছি দরজা খুলতে বন্ধ হতে
বন্ধ হলে কী হয় সে তো সবাই জানে
তবু যেন আমাকেই আলিঙ্গন করতে চায়
বারবার হাতছানি দেয়
বলে এখানে এসে সব জ্বালা জুরাও
কেন গেয়েছিলে সেই গান
‘জুরাইতে চাই কোথায় জুরায়’…
আজ আর পিছিয়ে যেও না।

ফুটনোট


আশিস চৌধুরী


যতই ঘৃণা কুৎসা ছড়িয়ে দাও
কিছুই হবে না
ভালোবাসায় ভরিয়ে দেব ভুবন
সাদা কাপড়ে কাদা লাগবে না
ভ্যানিশ হয়ে যাবে
যে অস্ত্রই ব্যবহার কর না কেন
কাছে এসে তা গোলাপ হয়ে যায়
আমার ভুবন ভালোবাসায় ভরা হলেও
কাঁটা যে বেঁধেনি তা নয়
ফুল ও কাঁটার সহাবস্থান থাকবেই
যার এফেক্ট আছে তার সাইড এফেক্ট আছে
এ কথা শুধু ওষুধের ক্ষেত্রেই প্রযোজ্য নয়
এ মহাকাব্যের ফুটনোটেও সে কথা লেখা আছে
আমরা অনেকেই সেটা পড়ি না।

রেজাউল করিম রোমেল (3)

Leave a Reply