
বিপ্লবী চে গুয়েভারা
আতাউল হাকিম আরিফ
দু-ভাগে বিভাজিত পৃথিবী, শোষক আর শোষিত!
আছে সাম্রাজ্যবাদী–
পৃথিবীর বিস্তীর্ণ ভূ-খন্ডের দখল তাঁদের চাই।
এশিয়া,আফ্রিকা,ইউরোপ,আমেরিকা,অস্ট্রেলিয়া
সর্বত্র কালো হাতের থাবা,অস্ত্রের ঝনঝণানী
ওদের ভাগ চাই ভূমিএবং সম্পতির।
অশান্তি সৃষ্টি কিংবা যুদ্ধ কৌশল ওদের অন্যতম অস্ত্র,
রক্ত পিপাসা ওদের থেমে নেই!
ওরা কেঁড়ে নিয়েছে তোমাকে হে বিপ্লবী চে গুয়েভারা।
ওরা হয়তো জানেনা মৃত “চে আরো শক্তিশালী,
স্পুলিঙ্গের মত জ্বলছে।
স্পুলিঙ্গের তাপে পৃথিবীতে সংগ্রাম থেমে নেই।
শোষক আছে, তেমনি শোষিতের বিপ্লব আছে।
বিপ্লব স্পন্দিত বুকে তুমি জাগ্রত হে মহান চে গুয়েভারা।
