Ataul Hakim

তোমার অন্তর্জালে
আতাউল হাকিম আরিফ

তুমি একখন্ড সবুজ ভূখণ্ড, আমাদের নবনীতা গ্রাম
তুমি স্নিগ্ধ হাওয়া,শান্ত উদার রোদেলা আকাশ…
তুমি জোৎস্নার মায়াবী আলোর মতোই নরোম স্পর্শ।
তুমি হতে পারো ভ্যানগগ কিংবা যামিনীরায়ের বিমূর্ত স্কেচবুক
ঠিক যতটুকু তোমাকে চিনি তুমি ততোধিক গভীর কিংবা আরো গভীর।
তুমি যখন অনাবৃত সমুদ্রে জেগে উঠে গভীর তরঙ্গ,
কেঁপে ওঠে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ!
তোমার অন্তর্জালে আমার পৌরুষদীপ্ত অহংকার উইপোকার মতো ঝরে পড়ে।

Leave a Reply