
আমারেই খুঁজি আমি
মোঃ আতাউল্লাহ আল মাহমুদ
তোমরা সবাই ‘তুমি’ আছ, আমার ‘আমি’ কই?
কারো পিতা কারো ভ্রাতা আমার ‘আমি’ নই।
কারো বন্ধু কারো কর্মী কারো আবার স্বামী
আমার,মাঝে আজো আমায় পাইনা খুঁজে ‘আমি’।।
কোন কিছু করতে যাব? সাধ্য আমার কই?
বিধান, ধর্ম, সমাজে, সংসার বাধসাধে সবই।
নিয়মনীতি, আচার, ধর্ম মানতে বাধ্য হই।।
আমার মত করব কিছু, সাধ্য আমার কই?
সুন্দরকে সুন্দর বলব, ভাল’কে বলব ভালো
সাদাকে বলব সাদা আর কালো,কে কালো
তাতেও যদি দেখাও বিধান, বলতে এসব মানা
আমার কথা বলব কোথায়, নাইত আমার জানা।।
আমার মত সাজাব বাগান, করব জমি চাষ
তাতেও নাকি মান যাবে, পাবে সম্মান হ্রাস।
গলায় শিকল বাঁধা থাকলে সম্মান যেথায় বাড়ে,
এমন সমাজ চাইনা আমি, যাব অনেক দুরে।।
দেখিস, একদিন———-
সমাজ সংসার সব চাড়িয়ে গহীন বনে যাব
দুর পাহারের গহীন বনে ঠাঁই খুঁজে নেব
থাকুক সবার সভ্যতা আর সমাজ সংসার
যত পার রচনা কর আইন কানুন আর নিয়মের বাহার।।
আমি চলে যাব——-
ইচ্ছে মত সাজব আমি বৃক্ষ পত্র দিয়ে
নুতন করে গড়ব সমাজ পাখপাখালি নিয়ে
সারাবেলা করব খেলা পশুপাখি নিয়ে
বাাঁকি জিবন বাঁচব ‘আমি’ আমার ‘আমি’ হয়ে।।