নির্বাক মন
বাহাউদ্দিন সেখ
হৃদয় ছোঁয়া পাখি গুলো—
শুধু হৃদয় ছুঁয়ে যায় ,
নির্বাক মন ,নির্বাক হয়ে যায়।
প্রেম-ভালোবাসা মনে হয়
সব নিরাশা ,
ক্ষণিকের শান্ত আবহাওয়া ,
সব মিথ্যে ভাষা।
কেউ বলে যায় প্রেম হোক কল্পনা ,
কেউ আবার দিয়ে যায় জল্পনা।
জানি..!
সব নির্বাক মনের ছোঁয়া ,
যেমন চোখে পড়া ,
জ্বলন্ত আগুনের ধোঁয়া।
ঠিকানাঃ নাম – বাহাউদ্দিন সেখ, গ্রাম+ পোস্ট- আহিরণ, জেলা – মুর্শিদাবাদ, থানা – সুতি ১, পিন – ৭৪২২২৩,