BAHAUDDIN SK

আমার প্রতিবাদ ওঠে না
বাহাউদ্দিন সেখ

আমার আর শব্দের জোয়ার ভেসে আসে না—
সব মৃত্তিকার রন্ধ্রে স্তরে স্তরে বদ্ধ!
আমি আর খুঁজে ফিরি না কবিতার শব্দ ,
উত্তপ্ত জোয়ারের লাভা জোয়ার ভাটা।

আমার আর রক্তে নৈতিকতা প্রেম—
ভালোবাসা বিদ্রোহীতার শব্দ ভেসে আসে না।
আমার মুখে প্রতিবাদ ওঠে না জাগ্রো করে,
আমি হিংস্র দেশের দালালের প্রতিবাদ করি না।

অন্যায়, অত্যাচার, নির্ভীক মানুষের,
আমি প্রতিবাদ করি না! কারন—
আমি উচ্চমানের বিশিষ্ট কবি ,সাহিত্যিক ,ডাইরেক্টর ,
তাই আমি চাই শুধু আত্মসম্মান আত্মমর্যাদা;
আমার মুখে অন্যায় অবিচারের প্রতিবাদ ওঠে না।

আমার মুখে অন্যায় অবিচারের প্রতিবাদ ,
ওঠে না , ওঠে না… , ওঠে না….!

সাহিত্য পত্রিকা

Leave a Reply