Bandana Patra

শিরোনাম – দেখা হোক
সৃজনে- বন্দনা পাত্র

দেখা হোক, তোমার আমার জলের কিনারে
ক্রমাগত গোপনে অনেক জন্ম পার করে-

দেখা হোক নদীর কাছে,মাটির কাছে
যেন,ভিন দেশের সেই আলাদা মানুষ মানুষী,

দেখা হোক,ঘুমন্ত তাঁবুর পাশে অল্প হট্টগোলে
চোখের পাতা পলক ফেলার আগে।

ঋণী হোক ছদ্মবেশী ভালোবাসা বৃক্ষের মতো
পাতা খসে যাওয়া গাছের উপর নাম লেখা-

কাব্যের নিরলঙ্কার ক্রমশই ছিঁড়ে দিয়ে যায়
অতল গভীর মিলনের বাতাবরণ-

দৃশ্য থেকে আর এক দৃশ্যে মরীচিকা থেকে মরূদ্যানে দেখা হোক নির্ভয়ে,

ঐ দৃশ্য কাব্যে কোন্ রসে তোমার কাব্যজিজ্ঞাসা
না আছে বুক কাঁপা প্রেম,না আছে ফুলের আদর

যেখানে দেখা হবে শোনা যাবে কি ঐ ডাক?
রোমিও! রোমিও!

Leave a Reply