Baridbaran Gupta

জাগো পৃথিবী জাগো
বারিদ বরন গুপ্ত

জাগো পৃথিবী জাগো !
ওই দেখো নতুন ভোর
একটা নতুন সূর্য দেখো হাসছে
ওঠো ! রোদ মাখো
নতুন সূর্য তোমায় ডাকছে!

ওই দেখো !
ঝিমধরা পৃথিবীর এক কোণে
রক্তমাখা শরীরগুলো কাঁপছে
জাগাও ! রোদ মাখাও
নতুন সূর্য দেখো হাসছে!

পরিচিতি:: বারিদ বরন গুপ্ত কবি সাহিত্যিক প্রাবন্ধিক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত

Leave a Reply