Baridbaran Gupta

পৃথিবীটা মৃত্যুর গ্রাসে

বারিদ বরন গুপ্ত

স্তব্ধ পৃথিবী !
উন্মত্ত নাগিনী সুরে নাচে
জঙ্গলের রাজত্ব
পৃথিবীর দর্পণে ভেসে ওঠে বারবার
পৃথিবীটা মৃত্যুর গ্রাসে!

পৃথিবীর বুক কাঁপে
হাজার জন্তু জানোয়ার
আনন্দ উৎসব মাতে,
লালা ঝরে অবিরত
শিকার ঘোরে আশেপাশে
পৃথিবীটা মৃত্যুর গ্রাসে!

দিনরাত বয়ে চলে জঙ্গলী হাওয়া
তারি ছায়া তলে বসে
হাজার উদাসী নয়ন,
অসহায় দুনিয়া খোঁজে
আধমারা নির্জীব প্রাণ ‌!

পরিচিতি:: বারিদ বরন গুপ্ত, কবি,লেখক, গবেষক , সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত।

Leave a Reply