পৃথিবীটা আর দুঃখ বেচবে না
বারিদ বরন গুপ্ত
পৃথিবীটা আর দুঃখ বেচবে না !
খদ্দের নেই বাজারে,
সুখের সাম্রাজ্য জুড়ে
ঘরে ঘরে দুঃখ তৈরি হয় !
সে সুখের কারিগর খুঁজছে
বিজ্ঞাপনে ছয়লাপ পৃথিবী জুড়ে !
সময় শেষ হয়ে এলো
বিজ্ঞাপনের ভাষাগুলো হারিয়ে গেল!
সুখের কারিগর আজ কোথায় গেল?
হাজার প্রশ্নের মুখে
নিরুত্তর পৃথিবী উত্তর খুঁজে মরে,
উদভ্রান্তে বেরিয়ে গেল প্রকৃতির রাজ্যে
জীবন দর্শনটা কে বেচে দিল ?
স্বার্থের পাহাড়ে নাচছে সমাজ
বারিদ বরন গুপ্ত
মানবিকতা এখনো মরেনি
মূল্যবোধ ও হারায়নি
মরেছে মানুষ, মরেছে সমাজ !
চারিদিকে চেয়ে আছে স্বার্থের নরকবাস!
পৃথিবীটা ছুটছে
স্বার্থের তালে তালে নাচছে,
মাঠ ময়দান কাঁপছে
স্বার্থের ঘোড়দৌড় !
আপন অধিকারে বাঁচবে
চোখ বুজে ছুটবে
পাশে পিছে কে আছে !
ফুরসৎ নেই!
বিবেক মূল্যবোধ আজ বাজারী স্বার্থের গ্রাসে
বিবেকহীন দুনিয়া মৃত্যুর পরোয়ানা
আনন্দ উৎসবে মাতে,
মরেছে মানুষ মরেছে সমাজ
বারে বারে উঁকি দেয়
স্বার্থের পাহাড়!
পরিচিতি: বারিদ বরন গুপ্ত, কবি লেখক গবেষক, সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন।