Baridbaran Gupta

জীবন যেখানে মৃত্যুর কাছাকাছি
বারিদ বরন গুপ্ত

বর্তমান সময়ে মানুষ আতঙ্কে বেঁচে আছে! সব সময় মনে একটা উত্তেজনা অনাহূত ভয়, এই বুঝি জীবনটা যায় যায়! কিন্তু এই আতঙ্ক ভয়ের আবর্তে আজ মানুষ বাসা বেধে আছে, তাকে কিভাবে জয় করতে হয়, তার সাহস সময় আজ আর কারো মধ্যে নেই! এই অনাহূত আতঙ্ক ভয়কে সঙ্গে নিয়ে চলেছে জীবন! জীবন চলেছে এক অনিশ্চিত নিরানন্দপুরীর দিকে ‌ যেখানে জীবন হাঁপিয়ে মরে, গড়ে তোলে আশাহীন প্রেমহীন এক নির্জন মৃত্যুপুরী, তারি সাথে খেলা চলে দিনরাত, ‍ তাই আজ আধমরা জীবন নিয়ে বাঁচা, জীবন যেখানে মৃত্যুর কাছাকাছি!

কেন মানুষ ধীরে ধীরে এই মৃত্যু পুরীর দিকে এগিয়ে চলেছে, তার কি কোন উত্তর নেই? অবশ্যই আছে! মানুষের সীমাহীন লোভ লালসা মানুষকে একটা মেশিন তৈরি করছে , যার কোন প্রাণ নেই, আছে শুধু গতি! বলতে পারেন সেই সীমাহীন গতি মানুষকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে এক নির্জন দ্বীপে, সেখানেই মানুষ বাসা বাঁধবে, যেখানে কোন জীবন থাকেনা, যেখানে কোন প্রাণ থাকে না, প্রানহীন জীবন! সে তো মৃত্যুর শামিল!

এই নিয়ে চলেছে বর্তমান পৃথিবী! গোটা পৃথিবী জুড়ে জেগে উঠছে মৃত্যু নগরী! যেখানে কোন মানুষ বাস করে না, বাস করে মানুষ নামক এক অশরীরী আত্মা ,দেখতে মানুষের মত‌ , দুপেয়ে অমানুষের দল , মানুষ হয়ে মানুষ মারে, আনন্দে উৎসবে মেতে ওঠে , গড়ে তোলে এক নতুন জীবন বোধ, এক নতুন পৃথিবী! যে পৃথিবীতে আলো নেই শুধু আছে আঁধার! সেই আঁধারে মানুষ আলো খুঁজছে! কিন্তু আঁধারের মধ্যে কি আলো খুঁজে পাওয়া যায়? সেই জ্ঞান পাপী মানুষদের বোঝায় কে?

গোটা পৃথিবী জুড়ে আজ আঁধার নগরী গড়ে উঠছে! ভবিষ্যতে আরও আরও সহস্র সহস্র আঁধান নগরী গড়ে উঠবে! মানুষের মতো দেখতে জন্তু-জানোয়ার বাস করবে! একে অপরকে শোষণের খেলায় মেতে উঠবে! ন্যায় নীতি আদর্শ মূল্যবোধ সব হারিয়ে ফেলবে! গড়ে উঠবে এক নতুন কালচার! যেখানে কোন আদর্শ থাকবে না, সংরক্ষণ হবে না! শুধু থাকবে স্বার্থপরতা! আপন খেয়ালে বাঁচবে মানুষ! উর্ধ্বশ্বাসে একাকী দৌড়াবে ! এই সীমাহীন দৌড়ের প্রতিযোগিতা বাড়বে! দুর্নীতির পাহাড় গড়বে, সেই পাহাড়ে চেপে মানুষ হাসবে, গাইবে, নাচবে! নতুন এক কালচার তৈরি হবে, নব্য সংস্কৃতিতে জীবন ভাসবে!

কে জানে হয়তো আগামী জীবনহীন পৃথিবী এই চেহারা নিচে বসেছে! হয়তো এই পৃথিবীকেই মানুষ আপন করে নেবে! আজ তারই ইঙ্গিত মিলছে গোটা পৃথিবী জুড়ে,যা সমাজতাত্ত্বিকদের কাছে আতঙ্ক! ভাববার বিষয়! অনেকেই আদর করে এর নাম রেখেছে উত্তর উত্তর আধুনিক সমাজ! যে সমাজে মানুষ আঁধারে আলো খোঁজে! কিন্তু এই আঁধারে আলো কি পাওয়া যায়? পৃথিবীর কোন দর্শনেই হয়তো এর উত্তর নেই! তবুও মানুষ উদ্ভ্রান্তের মতো আঁধারেই আলো খুঁজে মরছে! কিন্তু কখনোই পাবে না, আরো আঁধার জড়াবে! একদিন সেই আঁধারিতে আলো না পেয়ে চিৎকার করে মরবে, তাই কবির ভাষায় বলতে ইচ্ছা করে–
“আমি আঁধার ভালোবাসি
আমি আঁধার নিয়ে বাঁচি
মৃত্যুর কাছাকাছি!”

পরিচিতি!!বারিদ বরন গুপ্ত, মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি লেখক গবেষক
সমাজ সংস্কৃতির গবেষণামূলক প্রবন্ধ লেখালেখিতে যুক্ত আছেন।

Leave a Reply