নাচতে নাচতে চলে দিনরাত
বারিদ বরন গুপ্ত
নাচতে নাচতে চলে দিনরাত
পৃথিবীর দর্পণে ভেসে ওঠে সমাজ!
ক্ষুধার্ত হায়না চেয়ে থাকে,
আমি আঁতকে উঠি
তবুও বাঁচি!
মাঝে মাঝে গোলমাল ওঠে
পাড়া গুলো কেঁপে কেঁপে ওঠে
সন্ত্রাসী সাইরেন ছুটিয়ে মারে
আমি আঁতকে উঠি
তবুও বাঁচি!
এখানে সবাই বাঁচে
বাঁচার দর্শনটা চিবিয়ে খেয়েছে
নিশ্চিদ্র পাহাড়ায় জীবন বটিকায়
হজম ও হয়ে গেছে
সাত তাড়াতাড়ি !
শুধু হজম হলো না রাঘবের।
দর্শনটা নিলোনা
অকালে প্রাণটা গেল উড়ে
সবাই নাচলো গাইলো নাগিনী সুরে
একটু মৃদু আওয়াজ
তারপর চুপচাপ!
বাঁচার দর্শনটা গিলেছে!
পরিচিতি :: বারিদ বরন গুপ্ত, মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন।