
পৃথিবীটা একটা সার্কাস
বারিদ বরন গুপ্ত
সমাজ-সংস্কৃতির প্রাঙ্গণ ঘুরে
বিষন্ন হৃদয়ে বাড়ি ফিরে
মাঝে মাঝে মনে হয়
পৃথিবীটা একটা সার্কাস!
স্বার্থের আবর্তে ঘোরে দিনরাত!
সুযোগ বুঝে এক দড়ি থেকে অন্য দড়িতে লাফ!
পড়ার ভয় নেই?
ব্যালেন্স রাখি!
সামনে-পেছনে ডাইনে বাঁয়ে
রাখি জাদুকাঠি!
ওরা ভেড়ার মত দৌড়ায়
আমার পিছে পিছে
পালে-পালে
কেউ বুঝে! কেউ বা না বুঝে!
জীবনের আদর্শ গুলো ?
গুলি মারো! আজকাল বাজারে বিক্রি নেই
পেট আছে—–
অত ভেবে কাজ নেই!
ঠিকই বলেন ভাই
সত্যিই তাই!
জীবনটা—–পৃথিবীটা একটা সার্কাস!!
লেখক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন!