
চাঁদটা যখন রাহুর গ্ৰাসে
বারিদ বরন গুপ্ত
চাঁদটা যখন রাহুর গ্ৰাসে
আকাশটা উদাস নয়নে ভাসে।
আমি তখন খোলা জানলার পাশে
কালো ঘোমটার নিচে !
কত কি ঘটছে
পৃথিবীর হৃদয়টা বারে বারে কাঁপছে
দুরুদুরু আওয়াজ,
চারিদিকে ছোটাছুটি দাপাদাপি
বিভীষিকার অট্রহাসি
নিস্তব্ধ পাহাড়া!
কাঁপেনি হৃদয় আমার
জাগেনি প্রাণ !
নিষ্ঠুর দেবতা পুষে
নিস্তব্ধ নগরীর বুকে
জেগে উঠুক মৃতের পাহাড় !
আমি নাচবো, আমি গাইবো, আমি হাসবো
শূন্য পৃথিবীটা আমার!
লেখক পরিচিতি::বারিদ বরন গুপ্ত, মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন ।
