
ছেড়া কাঁথায় স্বপ্ন দেখে পৃথিবী
বারিদ বরন গুপ্ত
অভিশপ্ত জীবন বয়ে চলে
ঝরা পাতার সুরের মূর্ছনায় দোলে
টুপটাপ বিষন্ন দুপুর!
স্মৃতির চৌকাঠে বসে
আপন খেয়ালে মাখি
ডাইরির পাতা থেকে হারানো
হাজার ধূলিধ্বসারিত স্মৃতি !
পৃথিবীটা তাই ভাবে
কাঁদতে কাঁদতে চোখের জল গুলো শুকিয়ে গেছে হাজার বছর আগে!
হাজার হাজার বছরের সৃষ্টির ইতিহাস
বুকে জড়িয়ে,
ধ্বংসের রাজ প্রাসাদে শুয়ে
ছেড়া কাঁথায় স্বপ্ন দেখে পৃথিবী!
কে জানে ? সেই কবে
হয়তো লিখে গেছে কোন কবি,-
‘ধ্বংসের মাঝেই সৃষ্টির ইতিহাস খুঁজি!’
লেখক পরিচিতি: বারিদ বরন গুপ্ত,মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন।