Baridbaran Gupta

পৃথিবী বেদনা ভরা শ্রাবণে
বারিদ বরন গুপ্ত

পৃথিবী বেদনা ভরা শ্রাবণে
মানুষ খুঁজে মরে
পৃথিবী জুড়ে
শুধু হাহাকার ছোটে!

সহস্রে সহস্রে
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে
বাসা বাঁধে হৃদয় জুড়ে
তোলপাড় করে মন
মথুরা বৃন্দাবন !

কি জানি কখন চুরি হয়ে যায়
উড়ে যায় পাখি
শূন্য হৃদয় বিদ্রুপ বাশি
আপন খেয়ালী সুরে
নিরন্তর বয়ে চলে
জীর্ণ বাশের ফাঁকে!

পরিচিতি::বারিদ বরন গুপ্ত কবি সাহিত্যিক প্রাবন্ধিক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত

Leave a Reply