বই আলোচনা – অমিতাভ সরকারের ‘ডাঙা’
মনের পথ খোঁজার পালা
বিহারীলাল রায়,
আমাদের মনের কয়েকটা প্রকোষ্ঠ আছে। রোজকার চেনা-অচেনার এই জ্ঞানের প্রকোষ্ঠগুলো যেমন আচমকাই খুলে যায়,
চোখের সামনে প্রতিভাত হয় সময়ের নিজস্ব স্বরূপ, তেমনি আবার স্বাভাবিক অজ্ঞতাবশত তাদেরকে আমরা নিজেরাই কখনও বন্ধ করে দেই। জানলা খোলা আর বন্ধ করার এই কর্মময় দায়িত্বসঙ্কুল জীবনে আমরা অনেক কিছুই দেখি, ভাবি, উপলব্ধি করি। বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাবনা আসে, চিন্তা বাড়ে, নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয় আমাদের বিচিত্রধর্মী মন, তবে এইসব অভিজ্ঞতা থেকে জীবনের রূপরস খুঁজে বার করা খুব একটা সহজ ব্যাপার নয়।
লেখক অমিতাভ সরকারের ‘ডাঙা’ বইটা পড়তে গিয়ে এই কথাগুলোই যেন বারবার মনে হচ্ছিল। চার ফর্মার এই বোর্ড বাইন্ডিং বইয়ে সর্বমোট সাতান্নখানা মুক্তগদ্যের সংকলনের প্রায় প্রত্যেকটিতেই লেখক তাঁর শৈল্পিক সূক্ষ্মতায় এই অসুস্থ সমাজের নোট বন্দি জীবন, বইমুখো পড়াশোনা, আর বদ্ধ মানসিকতার প্রতিটি দিক আমদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, আর বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটকে নানাভাবে উপস্থাপিত করেছেন। বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা সাহিত্যের একজন একনিষ্ঠ পাঠক জনৈক্য সুশান্ত সিনহা এবং সেই সাথে সেই সমস্ত পাঠকদের, যারা লেখকের লেখা পড়তে ভালোবাসেন। বইটিতে ভূমিকা লিখেছেন সাহিত্যিক সুদীপ ওম ঘোষ। ভূমিকাটিও বড়ই মনোজ্ঞ। এছাড়া লেখার নামগুলো বড় হৃদয়গ্রাহী, যেমন, ‘চান ঘরের লুডো বেলা’, ‘মন যাপনের এক পশলা বৃষ্টি’, ‘ব্রেকিং নিউজ’, ‘অনুভবের অন্ধকারে’, ‘চিঠি’, ‘নদীর পাঠশালা’ প্রভৃতি।অমিতাভের গদ্যশৈলী অসাধারণ এবং ভাষা প্রয়োগের প্রাঞ্জলতায় লেখকের মুন্সিয়ানা লক্ষ্যণীয়। উদাহরণস্বরূপ, কিছু নিদর্শন আলোচনা করা যেতে পারেঃ ’সম্পর্ক হল সময়ের নীরব নদী। বয়ে চলে, স্বপ্ন আঁকে, ঘর বাঁধে, ঘর ভাঙে।’ (পারে ফেরা)
‘মুখ বলছে, কেমন আছেন?/
মন বলছে, ভালো না থাকলেও ভাল বলতে হবে।/
বুদ্ধি বলছে, যতই ভালো না বলবেন, ততই কথা বাড়বে। সমাধান কিছু হবে না।’ (আত্মমুখে)
আবার কোথাও প্রাত্যহিক জীবনের বর্ণনার মধ্যে লেখক একঘেয়েমি কাজের একাকীত্বকে কাটিয়ে ওঠে আপন সৃষ্টি কর্মের প্রতি আগ্রহী হতে বলছেন। ‘বর্তমান’ রচনায় লেখকের পর্ব ভাগ অনন্য। তা যেন আমাদেরই সময়কে তুলে ধরছে। এছাড়া ‘দানসাগর’, ‘কমলকলি বিদ্যানিকেতন’,’ নির্বাচনের আগে’,’অনুভবের অন্ধকারে’,’একটি অ-প্রেমের কবিতা’, ‘অপ্রকাশিত’ ইত্যাদি লেখাগুলো অসাধারণ। সর্বশেষ লেখাটি মন ছুৃঁয়ে যায় ’একজন প্রচার না পাওয়া শিল্পীর জন্য’। পাঠক-পাঠিকাও ভাবতে থাকে। শেষ হয়েও যেন বাকি থেকে গেল অনেককিছু। মনে হচ্ছে, আবার প্রথম থেকে পড়া শুরু করি। বইটির প্রচ্ছদ অসাধারণ। সংবেদনশীল সমস্ত পাঠক-পাঠিকাদের কাছে এই বই একটি অমূল্য সম্পদ। লেখক অমিতাভ সরকারের আরও সাফল্য কামনা করি। সবাইকেই বইটা পড়ে রোজকার জীবন যাপনায় মনের একলার পথ খুঁজে নিতে অনুরোধ করি।
বিহারীলাল রায়
টাকি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ
বইঃ ডাঙা
লেখকঃ অমিতাভ সরকার
প্রকাশকঃ প্লাসেন্টা,বগুলা, জেলা- নদীয়া, পশ্চিমবঙ্গ,
প্রকাশকালঃ শুভ রথযাত্রা ২০২২,
মূল্যঃ ১৭০ টাকা
পাতাঃ ৬৪
অনলাইনে পাওয়ার সংযোগঃ eduwalla.com, flipkart.in