অণুকবিতা
বিকাশ ভট্টাচার্য
১. দুগ্গা
বজ্র নয় বৃষ্টি দিয়ে দ্যাখ
আমরা তোমার শ্রীতমা হতে পারি
যদি বৃষ্টি নাহয় বজ্র দিয়ে দ্যাখ
সব মেয়েরাই দুগ্গা দুগ্গা নারী
২.জট ছাড়াতে পারো যদি
জট ছাড়াতে পারো যদি সঙ্গী হয়ে থাকো
নিজের তৈরী করা জালে জড়িয়ে যেও না
তুমি তো মাকড়সা নও যে হিমপ্রত্যুষে
আলোর শিশির জ্বেলে মায়াজাল তৈরী করবে
সহজ করে দিতে পারলে করো। নাহলে ভিড়ের
পথচিত্রে নিজের অবস্থানও খুঁজে পাবে না
___
ঠিকানা : বিকাশ ভট্টাচার্য
26/H Gopal Mishra Road,
Behala,Kolkata-700034.