Bikash Chandra Mandal

 বিকাশ চন্দ্র মণ্ডল

নব প্রজন্মের কবি বিকাশ চন্দ্র মণ্ডল মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে। গ্রামের পটভূমিতে রচিত হয়েছে কথাশিল্পী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ” রঙ্কিনী দেবীর খড়গ “। জেলার রুক্ষ মাটির ঊষরতা কবিকে করেছে আত্মপ্রত্যয়ী, মধ্য বয়সে এসে জীবনবোধে স্থিত প্রাজ্ঞ হয়ে জীবন সম্পর্কে বহুবর্ণীল অনুভূতি মালার প্রকাশ পেয়েছে এই ” অনুভব ” কাব্য গ্রন্থটিতে।

This Post Has One Comment

  1. আমার খুব ভালো লাগেছে আজ আমার প্রথম একক কাব্য গ্রন্থ ব্লগ সাহিত্য পত্রিকা থেকে নিজ উদ্দ্যোগে পাঠকের দরবারে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। এতে আমার
    লেখনীর মান যেমন যাচাই হবে আরো দ্রুততার সঙ্গে উৎসাহী হয়ে লেখক লেখিকাগন নব নব লেখনী তে সমৃদ্ধ করবে ব্লগ সাহিত্য পত্রিকা। পত্রিকার শ্রী বৃদ্ধি কামনা করি ।

Leave a Reply