ঝর্ণা কলম
বিকাশ চন্দ্র মণ্ডল
🍁
আমার ঝর্ণা কলম ছিল একখানা
কাঠের জিহ্বা, নিব সবে মিলে দাম
পড়ে ছিল পাঁচ সিকা, ষোল আনা।
নির্মল পেন, সুলেখা দোয়াত কালি
বড়ি কালি আজ যে ইতিহাস হয়ে গেছে।
ফাউন্টেন্ ঐ পেনের বদলে হরেক রকম
ডট্ কলমের বাহার যে লেখা পড়ায় এসেছে।
বঙ্গ লিপি, হাতে সেলাই দিস্তা কাগজের
তৈরি করা খাতার জামানা আজ আর নেই
দিন বদলের দিনে পেন ড্রাইভ যখন এসেছে।
” খাতা, কলম, মন লিখে তিন জন ”
” অসি বড় না মসি বড় ” প্রবাদের বদল ঘটেছে।
টাইপ রাইটার্স, মোবাইল, ল্যাপটপ, ডেক্স টপের
কীবোর্ড সকলের মন যে আজ চুরি করেছে।
sahitya patrika