Bikash Mandal

পেটুক
বিকাশ চন্দ্র মণ্ডল
গদীবেড়ো, রঘুনাথপুর, পুরুলিয়া

তোমরা আমায় পেটুক বল
খাই তো মাত্র ঐ পাঁচশো গ্রাম চালের
নামে মাত্র ভাত আর অল্প কিছু মুড়ি।
ঐ টুকু খেয়েই যদি মোর বাড়ে ভুঁড়ি
কি করতে পারি বলো ?
আছে আমার ক্ষুধামান্দ্য রোগ
এক ঝুড়ি লুচিতে সারি জলযোগ।
মাংস – পরোটা পেলে খাই রসে বসে
অপরে খাওয়ালে আমার কি দোষ ?
খাওয়ার পরে জিনটেক্স বা রেনটেক
দু একটা হলে, ভালো খিদা বাড়ে
পরে মাংস মুড়ি মেখে খেলে পেট যে ভরে ,
আনন্দ যে পাই ভালো মন্দ আহারে।

Leave a Reply