ঘুম-জ্বর — সাবিনা ইয়াসমিন
তুমি আমার স্বপ্নপুরীর জন,ভোরের আলোয় বাষ্প হয়ে যাও।ধরতে গেলেই হাতের পাতা ভিজে -আঙুলগুলোর খানিকক্ষণের জ্বর।আমি তখন একছুটে ঐ ছাদে - মেঘ ছুঁতে আজ লাটাই নিয়ে খেলাসুতোর গায়ে স্বপ্নচিঠি মাখামনকেমনের হাওয়ায় দোলে ঘুড়ি।ঘাসবালিশে চুলের মাতাল ঢেউকানে…