তুমি কোথায় থাক — সুকান্ত মজুমদার
সে সময় কি আর নেই?যে পথে তুমি আসবে চিন্ময়ী বেশেবিশেষ তুমি হয়ে, মৃতপ্রায় পরিচ্ছেদে একটাবেঁচে থাকবার পঙ্ক্তি হয়ে।কিছু আলোতে আঁধার ভুলতে পারামধুময় প্রতিচ্ছবির চিরন্তনীপরিভাষায় কিছু বলে যাও, আপন থেকে আপনতর সৌভাগ্যেরবিস্তৃত বুকে…