সে তুমিতে এ তুমি — সুকান্ত মজুমদার
অনেক কথা, না বলা আরো নিভৃতে ডুবে থাকা স্মরণের কুয়াশা ভোর, অনেক মিশে থাকা ভালোলাগারসমার্থক এ তুমি, দৃষ্টি নন্দন আত্ম রচনার সান্নিধ্যে পরিচয়ের অনবদ্য শব্দাক্ষরে, অযথা বা অসম দ্বৈত চলমানতাসব খানেই সবভাবেই সে তুমি সম্মিলিত। শূণ্যতার শূণ্যতায়…