সুতরাং – তনিমা হাজরা
সুতরাং, আড়মোড়া ভাঙা সকাল একটি এবং পুব লাল লাল রঙ।সুতরাং, ভেতরে আমার একলাটি ভীতু,বাইরে সাহসী সঙ। সুতরাং যত অযথার মাঝে এক যথাযথ সক্রিয় কাজে জীবন অন্বেষণ।সুতরাং ঠাঁই, হাত বাড়াই, ভালো থেকো, কাছে থাকো প্রিয়জন। সুতরাং, পছন্দ অপছন্দ নানাবিধ কাজে, দিনগত পাপক্ষয়। সুতরাং, যত…