পরিক্রমণ ——– শ্যামল কুমার রায়।

জীবনের পরিক্রমণ অ্যাত অদ্ভুত,সর্পিল!ভাবায়, ভীষণ ভাবে ভাবায়।এই সেদিনও যা ছিল আগুন রঙা ফুল আজ তাই আগুনের লেলিহান শিখা।আবার জ্বলে,পুড়ে ছাই হওয়া জীবন ঠিক,ঠিক যেন ফিনিক্স পাখি।শেষ! সব শেষ! শেষের পরেও শুরু।

Continue Readingপরিক্রমণ ——– শ্যামল কুমার রায়।