ফারাক
ছন্দা পাল
ভাবছো তুমি কষ্ট শুধু একার তোমার
ভুল ভাবছো, তুমি জানো না —
আমিও কিন্তু একজন শরিক তোমার !
কষ্ট তোমার,কষ্ট আমার, রকম ফেরে
কে বলোতো সুখের সাগরে বাস করে?
যারা হাসে ,তারা সুখী হবার ভান করে–
বুকের ভেতর কষ্ট লুকিয়ে, অভিনয় সারে!
এ’বিশ্বে তুমি ও যেমন, আমি ও তাই
ফারাক শুধু , তোমার আমার মানসিকতার
তুমি ধনী, আমি গরিব, শুধু আমি বোকা–
তুমি চালাক চতুর, দুদিন পর হবেই ফতুর।
ধনী বলে মান কোরোনা,পারলে করো আত্মদান
তোমার দুয়ারে ছড়ানো বৈভব,আর্তের কাতর প্রাণ
ওদের জন্য , একটু ভাবো, বড় করো তোমার মন!
তোমার কষ্ট, বুঝবে ওরাই,নয়তো তোমার স্বজন।
স্বজন তোমার হবে দুর্জন, হলে স্বার্থ সিদ্ধি তাদের
আর্তেরে পাশে পাবে তোমার বিপন্ন সময়ে নিঃস্বার্থে।
এসো বন্ধু আমরা সকলে শপথ গ্রহণ করি, একসাথে
রব, সকল সময় ধনী দরিদ্র নির্বিশেষে, জীবনে চলার পথে।