Chhanda Paul

শিরোনাম – ফাল্গুনী পূর্ণিমা
কলমে – ছন্দা পাল

তারিখ-২২/০৯/২০২২

কাঞ্চন ফুলের হালকা বেগুনি পাপড়ি
ছড়িয়ে রয়েছে পথের মাঝে মাঝে!
মৃদু সুগন্ধ ঢেলে শিমুল ফুলেরা লুটায়ে
পড়েছে দূরে ঐ মাঠের সীমান্তে।
অশোক বড়‌ই ব্যাকুল রঙের শোভা মেখে!
আজি আবিরে আবিরে ছয়লাপ মাঠঘাট
অনন্ত আকাশ জুড়ে রঙের আলপনা,
মনপ্রাণ আকুল হয়েছে প্রিয় সখার তরে।
জীবনের সব কথা হয়ে গেছে সমাপন–
শুধু বেদনা বিধুর হিয়া উদাসী সুর সাধে।
রজনীগন্ধার শুভ্র হাসি জোছনারে বলে–
কানে কানে বেহিসেবি কত আদুরে কথা!
সুরে সুরে ভেসে চলে রাকা দূর অজানায়।
তবু কোন্ অচিন রাগিনী বাজে‌ বুকের গভীরে
ফাল্গুনী পূর্ণিমা রঙ মেখে ও বড় সাদা—
জানি না কখন আবির হয়েছে লাল
আরো লালে লাল রক্তিম পলাশের বুকে।

Leave a Reply