Chhanda Paul

Chhanda Paul

অপেক্ষা

ছন্দা পাল

কত কবিতা লিখেছো আমায় নিয়ে
কত বার ডেকে ডেকে হয়রান হয়েছো–
তোমার আকুলতা,তোমার ব‍্যাকুলতা,
কখনো বুঝিনি আমি।
কখনো দেই নি সারা তোমার ডাকে।
কি নিষ্ঠুর হৃদয় আমার ,বুঝে নিয়েছো।
কত সবুজ পাতা বিবর্ণ হয়ে ঝরে গেছে
কত রঙীন কুসুম না ফুটতেই মরে গেছে।
অনন্ত আকাশের পানে চেয়ে চেয়ে–
কত বিনিদ্র রাত তোমার কেটেছে
তবুও বেহায়া মন টা তোমার যে
বারে বারে অণুক্ষন আমারে চেয়েছে!
কি ভেবে কেন করো নিষ্ফল প্রতীক্ষা
উদয়াস্ত নীরব অশ্রু ঝরায়ে অবুঝ অপেক্ষা???

Leave a Reply