ফাগুন হাওয়ায়
ছন্দা পাল
ফাগুন হাওয়ায় দুলছে মন আজি–
আবীরের লালে রঙিন সাজি।
রঙ বেরঙের আবীর দিয়ে
রাঙাবো তোমার শ্রীমুখ খানি।
আজ মন চাইছে তোমায় পেতে,
খেলবো হোলি তোমার সাথে।
পলাশ লালে মন মাতোয়ারা
শিমুল আজ লালে আত্মহারা!
মনের মাঝে হাজারো রঙ
সাজাবো এসো প্রেমের সঙ!
লাল সবুজ আবীর গুলে
এসো প্রিয় দুজন মিলে —
রঙ মাখাবো সবার গালে।
কলুষতা যত দূরে যাবে,
রঙের খেলায় মন ভাসবে।
সকলের মাঝে তোমায় পাবো
হৃদয়ের মাঝে হৃদয় হারাবো!
————————————–
১৫/০৩/২০২৩
ছন্দা পাল