- POEM
by সাহিত্য পত্রিকা
জন্ম হবে সার্থককলমে-সিদ্ধেশ্বর হাটুইসুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ মাগো তোমার কোলে আমিকত করেছি খেলাতোমার কোলে মাথা রেখেঘুমিয়েছি কত বেলা।কত যত্নে তুমি মা গোকরলে…. আমারে পালন,আমার ব্যথায় কতবার তোমারজলে ভেসেছে দু নয়ন।জন্মেছি মা তোমার কোলেডাকি তোমায় মা মা বলে,তোমার কষ্ট হলে আমারমাগো মনটা যায় জ্বলে। মায়ের মতো এত স্নেহকে দেবে আর বল,মাগো তোমার চরণ ছুঁলেসন্তান পায় সু-ফল ।তোমার যত্ন নিলে […]