Dayamay Bag

দয়াময় বাগ

না ছুঁয়ে তোমায় ছোবো

দয়াময় বাগ

মণের গভীরে রেখেছি তোমায়,
ছোঁয়ার দরকার হয় না।
না ছুঁয়ে তোমায় ছোবো,
বলার অপেক্ষা রাখে না।
ডায়রির পাতায় গোলাপের সাথে,
হৃদয় মাঝে আছো তুমি দিনে-রাতে ৷
শুধু পাই না তোমার হাত আমার হাতে,
দিন বয়ে যায় শুধুই অপেক্ষাতে।
দশ বসন্তের শুকনো গোলাপ,
সেই প্রথম দেখা আর প্রথম আলাপ।
সব যেন আজ স্মৃতির প্রলেপ,
যেমনটি তুলো ছাড়া শীতের লেপ।
কাশ ফুলের হওয়ার দোলায়,
কোমল গোলাপের পাপড়ির ভেলায়,
শুভেচ্ছা নিও আজ শুভ জন্মদিনে,
নব রূপে,নব সাজে, এই নব সন্ধিক্ষণে।

Leave a Reply