
অপদার্থ
কলমে: দয়াময় বাগ
অপদার্থ কথাটা আমার সঙ্গে খুব মানায়-
জানিনা কেন?
তবুও বলছি খুবই মানায়।
পদার্থহীন এই মনটা-
এত বেশি অচেনা মানুষ কে বিশ্বাস করে,
যে বিচার করতেও সময় পায়না-
কে মুখোশধারী? আর কেবা সৎ?
কে আমারে ভালোবাসে? কে করে ঘৃণা।
কে নিতে চায়, কে দিতে চায়।
কে বিপদে ঠেলে দেয়,কে রক্ষা করে।
মন কিন্তু বলে,বোধ হয় এ ভালো হবে।
কিন্তু তা হয় না!
এই ভাবেই বার বার ঠকেছি,
বহুবার ঠকেছি।
একটি ভালো মানুষের সন্ধানের নেশায়।
আসলে ভালো মানুষ খুঁজে পাওয়া টা-
যেন খুবই মুশকিল!
আপনিও কী ভালো মানুষের অনুসন্ধানে আছেন?
তাহলে নিজেকে আর অপদার্থ বলবো না।
নিজেকে অপদার্থ বলার যে কি দুখ,
তা বোধহয় অপদার্থ মানুষই বলতে পারে।