ভোরের স্বপ্ন
ধ্রুবজ্যোতি ঘোষ
একটা কমলাপাড় সাদা শাড়িতে
ক্ষীণকটি ছন্দোময় অবয়ব
বুকের কাছে জড়ো করা দুটি বই একটি খাতা
দীঘল চোখে কেন আসে অকারণ
অবাধ্য চূর্ণ কুন্তল!
একটা কমলারঙের স্বপ্ন যেন হেঁটে যায়
পূব আকাশের আলপথ দিয়ে
তার নিজস্ব কক্ষপথে;
শিশিরস্নাত পরীরাও তাকে পথ করে দেয় সম্ভ্রমে।
সে পথে কত যে তাজা ফুল গেল ঝরে
কত যে পাখির আহত গান গেল থেমে…
সে তো সেই কমলা অহঙ্কারের জানবার কথা নয়
তার শুধু স্বপ্ন সাজিয়ে দেওয়ার কথা;
ভাঙলো কখন তা
থাকে নিমগ্ন
তার অজানার ঠিকানায়।
১০.৯.২০২২