Dhrubajyoti Ghosh

দ্বিধাবিভক্ত
ধ্রুবজ্যোতি ঘোষ

কোন শিল্পীর বিরল প্রতিভায়
এমন নিখুঁত দ্বিধা বিভাজন?
যেন এক আধো অঙ্গে
বিস্ময়চিহ্ণের মত থেমে আছে উচ্ছল এক স্রোতোস্বিনী
সমান্তরাল আধো অঙ্গে রহস্যময়ী সবুজাভ বনানী

উৎসবের ভীড় ক্লান্তপায়ে
গেছে ফিরে ক্লিন্ন কোটরে;
শুধু উপেক্ষিত গণিকার মত
রং মেখে হাতছানি দেয়
টুনি বাল্বের দল নাগরিক রাস্তায়
রাত দ্বিপ্রহরে

কেউ আসবে বলে তুমি কি স্থিত নিষ্পলক অপেক্ষায়?
শতাব্দীর পর শতাব্দী ফসিল হয়ে যায়
উৎসবের পর উৎসব ছায়াপথে মেলায়
তবু তুমি পথের অনির্দেশে থাক চেয়ে
চোখে আকাশপ্রদীপ রাখ জ্বেলে

হয়তো বা গভীর অবচেতনে
বিস্মৃত কবিতার লাইনের মত পড়ে মনে
সে এসেছিল সঙ্গোপনে
যখন চাঁদ গিয়েছিল অনন্যমনে
কালপুরুষের কাছে রোমাঞ্চের সন্ধানে
তুমি তখন ছিলে এমনই মগ্ন
বিষাদের বিস্বাদ আয়োজনে

তুমি তো জান না
তোমার কল্পনার রঞ্জন
আসবে কখন
তুমি তো জান না
তোমার দুঃখগুলো
গড়িয়ে যাবে কখন
ধসের ঠেলে দেওয়া পাথরের মতন

তাই তুমি আবার হও নদী বহমান
আবার হও সেই তীব্র বনজ ঘ্রাণ
তুমি দাও খুলে দক্ষিণের বন্ধ জানলা
মনে কি পড়ে সেই সব দিনে তুমি একলা
দৃষ্টি উদাস
ফ্রেমজুড়ে আবছা আকাশী পাহাড়
পরনে তার সাদা মেঘের মেখলা
টেবিলে তোমার প্রিয় কবিতাখানি খোলা
তোমার চিবুকের এক ফোঁটা তিলের চাপা আঁচে
হাজার পতঙ্গের দহনসুখ জ্বালা!

এখনও একবুক আকাশ নিয়ে
একটি সে অস্ফুট রজনীগন্ধা
ছাদের মৃৎপাত্রে
প্রহর গুণে যায়
তোমারই ব্যর্থ প্রতীক্ষায়
পার না কি দিতে তাকে
তোমার হাতের মখমলী ছোঁয়ায়
তার গতজন্মের সেই মহার্ঘ প্রস্ফুটনসুখ?

এখনও কি তুমি দ্বিধাবিভক্ত?
এখনও পরাঙ্মুখ?

Leave a Reply