DIPAK BERA

আগুন
দীপক বেরা

মেঘের বুকে যত আগুন লুকিয়ে রেখেছিলাম
কোনো এক শ্রাবণবর্ষণে তুমুল ঝরে গেছে সব
প্রেমের মতো গহীন ঋতু পেরিয়ে এসেছি অনেকদিন
সেভাবে কাউকেই আর মনে পড়ে না..
পাতার ভেতর ছায়াময় বিকেল ঘনিয়ে আসে
আসন্ন সন্ধ্যার আকাশে শেষ পরিক্রমা সেরে
ঝাঁকে ঝাঁকে পাখি এসে বসে ভাঙা পাঁচিলের ওপরে
বর্ষীয়ান সময়ের ক্লান্ত নিস্তব্ধ নিঃসরণ তখন
বেলাশেষের ম্লান আলোর মতন গড়িয়ে নামছিল
ওদের চিকন পালক বেয়ে দেয়ালের নিচে।

সেদিনও ঝাঁকে ঝাঁকে কত পাখি ছিল
কিন্তু শালিক ছিল, —ঠিক এক জোড়া;
যাদের বুকে লুকোনো ছিল প্রেমের গনগনে আগুন!

টালিগঞ্জ, কোলকাতা।
২১|০৯|২০২২

Leave a Reply