Dr. Amitava Mukhopadhyay

Dr. Amitava Mukhopadhyay

অমিতাভ মুখোপাধ্যায় (1)

সোনা রোদের গান

অমিতাভ মুখোপাধ্যায়

সবার জীবনেই একসময়
সোনা রোদের গান
শোনা যায়
তুলসী তলায় প্রদীপ জ্বলে
অঙ্গনে খেলে বেড়ায় জোড়া শালিক
কিংবা দামাল শিশু
কেয়ারী করা বাগানে ফোটে মরশুমি গোলাপ
নয়তো হরেক রকমের জবা
সেই সময়ও একদিন
বদলে যায়
বয়স বাড়ে
স্মৃতি হয়ে যায় অনেক কিছুই
আপন হয় পর
পর হয় আপন
প্রাঙ্গণে তখন শুধুই কুয়াশা আর বেহাগের সুর

সোনা রোদের গান আর শোনা যায় না l

Leave a Reply