মন
~ড. নজরুল ইসলাম খান
মন-
তোর বয়স হয়েছে, রূপ-যৌবন ঢের কমেছে,
আবেগ-অনুভূতিও আর আগের মতো নাই।
তারপরেও কেন যৌবনের গান গাইতে ইচ্ছে করে তোর?কেন আবার ভরা যৌবনে ফিরতে চাস তুই?
মন-
জানি, এই প্রশ্নের সহজ উত্তর দিবি না তুই। ইনিয়েবিনিয়ে বলবি-
আমার এমন কী আর বয়স হয়েছে! এই-তো সেদিন জন্মেছি মাত্র!
মামার বাড়ির আম-জাম কুড়িয়েছি মাত্র কদিন আগেও!
এ-ই তো সেদিন পুকুর পাড়ে হাফপ্যান্ট খুলে পানিতে ঝাপ দিলাম!
বাবার কাঁধে চড়ে হাট-বাজারে গেলাম আর কদিনই বা হলো?
মেঘে মেঘে বেলা যে বয়ে গেছে মন কোনোভাবেই তা মানতে নারাজ!
মন-
হাজারটা যুক্তি খাড়া করায় তার যৌবনের পক্ষে। সে এখনও যুবক আছে-তার বয়ান দিতে জিহবা ক্লান্ত হয় না কখনো তার। দেহের শেষ বিন্দু রক্ত খরচ করেও সে যুবক থাকতে চায়-বয়সকে যৌবনেই থামিয়ে দিতে চায়!
কিন্তু মন-
তুই যতই যুক্তি খাড়া করিস না কেন, তোর এখন বোঝা উচিত-
তুই আর আগের মতো নাই।
আয়নায় নিজের চেহারাটা একবার দ্যাখ
চোখের নিচে বলি রেখাটায় একবার তাকা
মাথার চুলে যে পাক ধরেছে তাও কি চোখে পড়ে না?
শরীরের চামড়ায় যে ভাঁজ পড়েছে সেদিকেও কি নজর যায় না?
তাকালেই বুঝতে পারবি-তোর বয়স কম হয়নি, বয়সটা বেশ মোটা হয়েছে!
আগের মাপের শার্ট-প্যান্টগুলো কি তোর গায়ে এখন আর মানায়?
জুতা-স্যান্ডেলের মাপও তো পরিবর্তন হয়েছে বেশ কবার
তারপরও কি তুই বলবি-
আমার এমন কি আর বয়স হয়েছে!
আমি এখনও যুবক
এখনও যৌবনের গান গাইতে ইচ্ছে করে
যৌবনই জীবন
যৌবনের কাছে সবকিছু তুচ্ছ আমার!
(ড. নজরুল ইসলাম খান, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও কবি)
