Dr Islam

Dr Islam
ড. নজরুল ইসলাম খান

পাসওয়ার্ড
~ড. নজরুল ইসলাম খান

চিরকুটে কয়েকটা শব্দ লিখে দিয়ে বলেছিলে-
এটা তোমার মনের পাসওয়ার্ড।
নিউরনে সারাজীবন যেন সেভ করে রাখি।

দীর্ঘ দিন অনেক দিন তাজা ছিল পাসওয়ার্ডটি।

সকাল-সন্ধ্যা তোমার মনটা খুলে দেখতাম, মনের ভালো-মন্দ দেখভাল করতাম। পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো সুযোগই ছিল না।

ডিজিটালের ভীড়ে এখন কতো পাসওয়ার্ড জমে-
তোমার পাসওয়ার্ডটা ভুলতে বসেছি ক্রমে ক্রমে।

ফেসবুক পাসওয়ার্ড, মেইল পাসওয়ার্ড, চাকরির পাসওয়ার্ড, ঘুমের পাসওয়ার্ড আরও কতো কি!
এতো পাসওয়ার্ডের ভীড়ে ভালোবাসার পাসওয়ার্ড মুখস্থ রাখতে মগজটাকে টোয়ান্টিফোর আওয়ার্স ওপেন রাখতে হচ্ছে!

তোমার মনটা এখন আর আগের মতো যখন তখন খুলতে পারি না। দেখা হয় না মনটা। তুমি কি পাসওয়ার্ড চেঞ্জ করেছ নাকি মনের প্রোফাইলটাই লক করে দিয়েছ?

দিন দিন তোমার পাসওয়ার্ডটা আবছা হয়ে যাচ্ছে। মনে করার চেষ্টা করি, ভুল হয়। ইদানিং রং পাসওয়ার্ড হয়ে যায়। কেন জানি অন্য একটা পাসওয়ার্ড মনে আসে।

অন্য কারো পাসওয়ার্ড।

এটি একটি নতুন পাসওয়ার্ড।

ভালোবাসার নতুন পাসওয়ার্ড।

(ড. নজরুল ইসলাম খান, কলেজ অধ্যক্ষ, কথাসাহিত্যিক ও কবি)

Leave a Reply