Dr Islam

ড. নজরুল ইসলাম খান (1)

ভালোবাসা হাঁটে

~ড. নজরুল ইসলাম খান

ক’দিন পরপর কাপড়-চোপড় গোছ-গাছ করি, নিজেকে সাজাই, সময়কে বলে-কয়ে ম্যানেজ করি তোমার কাছে যাব বলে
গাড়ির খবর নিই কোন গাড়িতে যাব বোঝাপড়া করি গাড়ি অলার সাথে
কোন সময় জার্নি করা আরামদায়ক হবে এই নিয়েও ভাবি রাতবিরেতে
সন্ধ্যায় ব্যাগটা গুছিয়ে রাখি সকাল সকাল চলে যাব তোমার কাছে
ওষুধগুলো নিয়েছি কিনা চেক করি, ক’দিন থাকব ভেবে পোশাক-আশাক ব্যাগে ভরি
রাতে আগেভাগে ঘুমিয়ে পড়ি যাতে সময় মতো জাগতে পারি

ঘুমানোর আগে তোমার কাছে ফোন করি, তোমার মনোভাব জানার চেষ্টা করি
নানা আলাপে মেতে উঠি, যাওয়ার আলাপ আর করা হয় না
কি ভাববে তুমি-
এই তো সেদিন দেখা হলো
আবার কেন আসার জন্য মনটা এতো এলোমেলো

আর বলা হয় না তোমাকে, আগামীকাল আসার জন্য আমি কতটা প্রস্তুতি নিয়েছি রাতে
তোমার ডাকের অপেক্ষায় থাকি আবারও, কবে তুমি ডাকবে আমায়
কবে তুমি বলবে-
‘আগামীকালই চলে আস’

অপেক্ষার পালা আর শেষ হয় না, ব্যাগের কাপড় ব্যাগেই থাকে
শুধু ভালোবাসাটাই নিত্যদিন তোমার আমার সাথে সাথে হাঁটে।

© ড. নজরুল ইসলাম খান, কবি ও কথাসাহিত্যিক।

Leave a Reply