Dr Islam

ড. নজরুল ইসলাম খান

তুমি আছো বলে


~ড. নজরুল ইসলাম খান

তুমি আছো বলে-
হাজার কিলোমিটারের রাস্তাটা মাত্র শত কিলোমিটারে শেষ হয়ে যায়
অথচ একটা সময় এই পথ পাড়ি দিতে নিতে হতো আগাম কতো প্রস্তুতি তুমি জান তা নিশ্চয়!

পথের ক্লান্তি আমাকে এখন আর স্পর্শ করে না, করে বন্ধু প্রীতিময়
হাজার বার ঐ পথে চলে চলে পথটাকে করতে চাই তোমার আমার স্মৃতিময়।

তুমি আছো বলে-
সমুদ্র স্নানের নেশায় হাঁটি বালুময় প্রান্তর
এক সাথে নোনাজল পা ভেজাই অবান্তর
ছুটি হলে বেরিয়ে যাই তুমি আছো বলে-
কোথায় হারাই কোথায় বেড়াই কেউবা না জানে।

তুমি আছো বলে-
বই পড়ি কবিতা লিখি গদ্য-পদ্যের রূপায়নে
হৃদয়ে বান আসে মানে না বর্ষা কিংবা শ্রাবণে
মন গগনে তারার মেলা তুমি থাক লোকান্তরে
তুমি আছো বলে ভালোবাসি সুখের ভাবান্তরে।

তুমি আছো বলে-
ভালোবাসায় সাঁতার কেটে পেরিয়ে যাই সাত সমুদ্র তের নদী
জ্যোস্নায় ডাকি অমাবস্যায় ডাকি, ডাকি তোমায় আমি নিরবধি
দিন যায় বেলা শেষে মনে পাই দিগন্তসম সাহস-ভরসা
তোমায় ছাড়া বাঁচে না জীবন কেবলই দূরন্ত নিরাশা।

[© ড. নজরুল ইসলাম খান, শিক্ষাবিদ,

কবি ও কথাসাহিত্যিক]

https://bangla-sahitya.com/post/

Leave a Reply