Dr Islam

চলে এসো
ড. নজরুল ইসলাম খান

রাগ-অভিমান আর জীবনের সুখ-সংসার সব ভুলে- জীবন সায়াহ্নে কখনো যদি আমার কথা মনে পড়ে যায়-
জীবনের পড়ন্ত বেলায় সবকিছু তুচ্ছ করে আবার যদি ফিরে আসতে চাও
পৃথিবীর মোহ-মায়া, আনন্দ-বেদনার তাজমহল যদি আমার বুকেই খুঁজে পাও
আমাকে ছাড়া যদি তোমার একটি মুহূর্তও ভালো না লাগে
যদি আমার কোলে মাথা রেখে কবিতা পড়ার আগ্রহ জমে, পূর্ণিমা রাতে খোলা আকাশ দেখার যদি শখ হয়-
যদি আমার কাছেই পৃথিবীর সুখ-সাগর খুঁজে পাও
বাকিটা জীবন যদি হৈ-হুল্লোড় করে ভালোবাসার তল্লাটেই কাটিয়ে দিতে চাও
যদি পরাধীনতার শৃংখল ভেঙে স্বাধীনতার আয়েশি সাধ মিটিয়ে নিতে চাও
আকাশ বাতাস সাক্ষী রেখে তিলে তিলে জমানো ভালোবাসাটুকু বিলিয়ে দিয়ে যদি শান্তি খুঁজে পাও
মেঘলা আকাশের নিচে বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টিতে যদি ইলিশের স্বাদ নিতে চাও
আবারও যদি আমার বুকের অলিন্দে স্বর্গসুখের ঘ্রাণ ফিরে পাও-

তুমি চলে এসো….
তুমি ফিরে এসো….

রাত যতই গভীর হোক, সাত সমুদ্র তের নদী যদিও বা পাড়ি দিতে হয়
মাঠঘাট তেপান্তর পেড়িয়ে ঠিকানা যদি খুঁজেও না পাও-
কেউ যদি আমাকে চিনে না বলে তোমাকে ধোকা দেয়-
হাজার বছর ধরে পথ চলেও যদি খুঁজে না পাও-
যদি আমি হারিয়েও যাই-

তবুও তুমি ফিরে এসো…
তুমি চলে এসো…..

আমার ভালোবাসার আস্তানায় কোনো এক বৃষ্টিভেজা সকালে কিংবা আধো আলো অন্ধকারের উজ্জ্বল স্মৃতিতে।

প্রথমে আমার নাম ধরেই ডাকবে, যদি আমি সাড়া না দিই বুঝবে আমি বড়ো অভিমানে ক্লান্ত হয়ে জীবনের তরে বিশ্রামে গিয়েছি। না পেয়ে কিন্তু চলে যেও না, স্মৃতি ফলকের লেখায় চোখ বাড়িয়ে আমার অভিমানের তারিখটা দেখে নিও একবার।

চোখের জল নয়, শোকের মাতম নয়
প্রার্থনায় রেখ, ভালোবাসায় চুমুক দিও।

তুমি চলে এসো…
তুমি চলে এসো…

Leave a Reply