Dr. Mahitosh Gayen

মায়া

মহীতোষ গায়েন

মায়ার বন্ধনে কেটে গেছে বেশ কিছু কাল
মায়ার বন্ধনে নদী,নবরাত্রি,প্রেমের উপবন,
মায়ার বন্ধনে উর্বশী চাঁদ,হৃদি-নক্ষত্র-কথা;
মায়া-বন্ধন ছিন্ন হয়,রয়ে যায় মায়াময় মন।

পথের মাঝে পরিচয়,অতীত খুঁজে পাওয়া
পথেই আবার যোগসূত্র,অতীত স্মৃতিচারণ,
পথের কথা পথে থেকে যায়,মায়াস্বপ্ন দেখা;
সে সব কথা জনসমক্ষে তুলে ধরতে বারণ।

মায়ার শরীর ঘুরে বেড়ায় ভবের চরাচরে
মায়ার মন আষ্টেপৃষ্ঠে বাঁধে প্রেমময় মন,
ভালোবাসা গতি হারায় থমকে সুখ-আশা
মায়া শুধু গুমরে থেকে কাঁদায় প্রতিক্ষণ।

Leave a Reply