Dr. Mahitosh Gayen

অন্তর্ঘাত
মহীতোষ গায়েন

তোর নদীতে উথালপাথাল ঢেউ
তোর নদীতে সুখ,
তোর নদীতে ডুব মেরেছে সব
হতভাগাদের মুখ।

তোর আকাশে মেঘ জমেছে
হয়না বৃষ্টি আর,
তোর আগুনে ভালোবাসা আজ
পুড়েই ছারখার।

তোর বাগানে ফুল ফুটেছে তাই
ভ্রমর মধু-র টানে,
তোর বাগানে ওসব ফুলের কুঁড়ি
ভাসে নদীর বানে।

তোর নদীতে জোয়ার ওঠে আবার
চন্দ্র ডোবে ভাঁটায়,
অন্তর্ঘাতে মরিস না তুই,তোর বিষাক্ত
ফুল-কাঁটায়।

Leave a Reply