Dr. Mahitosh Gayen

চিল
মহীতোষ গায়েন

উঠোনের আকাশে অচেনা চিল
শিকারের খোঁজে এই অভিযান,
সম্পদ হারিয়েছে উঠোন মালিক
আশ্বিনের শেষ রাতে রক্ষাকবচ।

মহাচিল যাও চলে গভীর অসুখ
সময়ের শরাঘাতে জর্জরিত মন,
স্বপ্নের ঘরে কারা করে ঘোরাঘুরি
অচেনা বাতাসে বয় ক্লান্তি অবসাদ।

আকাশের চিল হঠাৎ বৃক্ষে বিচরণ
মনের শান্তি কাড়ে ভাষা মরে যায়,
এখানে জল নেই,সব ব্যথাতুর মন,
অসহায় শিকারেরা গড়ে প্রতিরোধ।

Leave a Reply