
হে কুন্তলীন তুমি অপারাজেয়
(অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে)
মহীতোষ গায়েন
বাঙালির ঘরোয়া জীবনের সমস্যা,শোক,তাপ,
দুঃখ-কথা যত্নে প্রকাশ তোমার গল্প উপন্যাসে,
তীব্র অভাব অনটনে কেটেছে তোমার শৈশব…
তুমি শাশ্বত কথাশিল্পী বাংলার সাহিত্যাকাশে।
হুগলি জেলার দেবানন্দপুর থেকে সারা বিশ্বের
ঘরে ঘরে শরৎ মহিমা অনন্য উৎকর্ষে লালিত,
এখনো পল্লী-সমাজ থেকে শহরে দেবদাসদের
জীবন নাট্য,মহেশ,মেজদির বারোমাস্যা পালিত।
শরৎ সাহিত্য বাঙালির ঘরে ঘরে অম্লান অক্ষয়,
হৃদয়ে প্রভাসিত,হে কুন্তলীন তুমি অপারাজেয়।
[পরিচিতি-ড. মহীতোষ গায়েন(লেখক,প্রাবন্ধিক,গ্রন্থকার)উপাধ্যক্ষ-সিটি কলেজ,সম্পাদক-দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ(পশ্চিমবঙ্গ),সম্পাদক-উৎসমানুষ নিউজ]