Dr. Mahitosh Gayen

Dr Mahitosh Gayen

সূর্যতপা

মহীতোষ গায়েন

সূর্যতপা হঠাৎ নিরুদ্দেশ
মেঘ আর মেঘ জমা হয়,
জমা হয় কত ধুলোবালি
সব স্মৃতি ধূসর হয়ে যায়।

শীত আসে অতি সন্তর্পণে
কুয়াশা চাদরে মুখ ঢাকে,
মরা গাঙে পূর্ণিমা ডোবে
জোছনা জলছবি আঁকে।

কেটে যায় এভাবে কিছুদিন
শিমুল পলাশে লাগে দোলা,
বসন্ত-কোকিল ডাকে ডালে
হৃদয়-দরজা আজও খোলা।

মরা নদী জোয়ারেতে ভাসে
বসন্ত-বাগানে ফুল ফোটে,
গাছে গাছে পাখি গান গায়
প্রেমাকাশে নতুন সূর্য ওঠে।

Leave a Reply