EKABUL SHAIKH

শিরোনামঃ সাহিত্যের শরৎ
কলমেঃ ইকাবুল সেখ

তুমি প্রিয় বড্ড অভিমান,
ছোট থেকেই বেজাই খামখেয়ালি।
হুগলি জেলা জন্মভিটা,
লিখতে তুমি নানান গল্প,কবিতা।
মনে পড়ে,এক সমুদ্র অভিমান নিয়ে,
আগে পিছে না ভেবেই তুমি ঘর ছেড়ে ছিলে।
পারিবারিক সম্পর্কের রেশ,
অভিমানের যে শঙ্খমোচন হলেও,
একমাত্র লেখালেখির মাঝে,
ছিল না কোন অভিমানের চারা।
কংগ্রেস রাজনীতিতেও,
তোমার নাম বেশ সুবিস্তর।
তোমার উপন্যাস গল্প প্রেম আলাপ,
ভালোবাসার জগতে এক অবিচ্ছেদ্য অংশ।
গ্রহ পাকের ঘুরেছো তুমি প্রিয় তোমার কাছে,
পাওনি কাছে আসার অনুমতি,
তবে দেখাও নি ছেড়ে যাওয়ার দুঃসাহসিকতা।
ভালোবাসায় সুন্দর মন সর্বোত্তম,
তা তুমি প্রমাণ করেছো তোমার রচিয়তায়।
লহ প্রণাম,লহ প্রণাম সাহিত্যের শরৎ,
তোমার সৃষ্টিতে তুমিও আজ উজ্জ্বল নক্ষত্র।
রক্তে গড়া মানুষের দেহর সাথে,
যেমন ফুসফুসের গভীর সম্পর্ক।
জ্বলন্ত অগ্নিশিখা উপন্যাসের সাথে,
প্রিয় তোমার ছিল আত্মিক সম্পর্ক।
প্রাণহীন তোমার নিথর দেহ,
কালের নিয়মে বিলীন হয়েছে ঠিকই।
তবুও আজ তোমার লেখনী মাঝে,
তুমি প্রাণ পাও প্রতিক্ষনে ক্ষনে।

Leave a Reply